কবিতায় অমিত পান্ডে

প্রিয়জন
তুমি কার জন্য কাঁদছ?
যে মানুষ টা তোমাকে ভালোই বাসেনি কোনোদিন?
আজ তো বুঝেছ ,
তাহলে কাঁদছ কেন?
আসলে আকাশের রঙ যে নীল,
মেঘলা নয় সেটা তো তুমিই তাকে প্রথম চিনিয়েছিলে হাত ধরে।
সে এখন চিনে গেছে আকাশ টা নীল,
মেঘের রঙ মেঘলা।
আর তো তোমাকে তার প্রয়োজন নেই।
তাহলে তুমি কাঁদছ কেন?
বরং তোমার তো শেখা উচিত চকচক করলেই যেমন সোনা হয় না,
প্রয়োজনে প্রিয়জন হওয়া মানে কিন্তু ভালোবাসা নয়,
প্রেম প্রেম খেলা।
সরে এসে বুঝিয়ে দাও তুমি হারো নি বরং তুমি জিতে গেছ।
ভেবে দেখো কাঁদবে না তোমার জন্য কাঁদাবে?