গদ্য কবিতায় অমিত পান্ডে

ঈশ্বর
তোমার জন্য অনেক টা পথ হেঁটে এসেছি।
বাসে চড়ার পয়সা নেই। চাকরি টা গেছে।
আবার হেঁটেই ফিরব যদি দু পিঠের ভাড়া বাঁচিয়ে রাতের খাবার টা জোটে।
তবু তোমাকে যেটা বলতে এসেছিলাম বলেই যাই তাই এতটা পথ হেঁটে আসা।
আচ্ছা তুমি কি আজ ও ঈশ্বর নামের ভদ্রলোক কে বিশ্বাস করো? দেখেছ কোনোদিন তাঁকে?
যদি আবার দেখা হয় জিজ্ঞেস কোরো তো গরীব কে মাদারীর নাচ নাচিয়ে কি আনন্দ পান তিনি?
এ ও তো পৃথিবীর কেস হয়ে গেল মাইরি, দুর্বলের উপর সবলের অত্যাচার। যদিও তিনি বলেন পরীক্ষা বলে পালিয়ে বাঁচেন।
জিজ্ঞেস কোরো তো আর কতদিন ঠিক এইভাবে নাচলে আর নাচতে থুড়ি পরীক্ষা দিতে হবে না? নাকি সারাজীবন দূর্বল সবলের এই লড়াই টা চলতেই থাকবে?
তাহলে তো আর কেউ কখনো ফালতু সময় নষ্ট করে বিশ্বাস ই করবে না তাঁকে।