কবিতায় অমিত পান্ডে

সম্পর্ক
সম্পর্ক শীতল হচ্ছে রোজ, তবু নিয়ম করে একসাথে শুধু থাকা,
অনুভব গুলো কবেই ছেড়েছে হাত , অনুভূতি গুলো অযত্নে তুলে রাখা।
অন্ধকারের মনের গভীর কোনে, আবর্জনায় জমে গেছে ডাস্টবিন,
সম্পর্ক টিকে আছে অভ্যাসে, ভালোবাসা যেন ভীষন হৃদয়হীন।
উষ্ণতা গুলো ক্রমেই হারায় পথ, মন টাও নেই মনের কাছাকাছি,
তবু সমাজের চোখ রাঙানি র ভয়ে, মিছিমিছি বলা তোমার ই তো পাশে আছি।
হয়ত কোথাও সামাজিক সম্মান, হয়ত কোথাও কর্তব্যের দায়,
প্রেমহীন এই ভালোবাসা নিয়ে বাঁচা, সম্পর্ক ক্রমেই হারিয়ে যায়।