কবিতায় অরূপ পান্তী

কবিজন্ম
অন্ধকার রাত্রিকে মনে হয় যেন বিশাল অজগর
আমাকে গিলে গিলে খায়, ক্রমশ নিস্তেজ হই
মনে হয় যেন তলিয়ে যাচ্ছি কুয়োর অতলে
তখন অজানা সব প্রশ্নের উত্তর খুঁজি
খুঁজি শৈশব, খুঁজি তোমাকে,
আর
ফেলে আসা ঘর দুয়ার ও নক্ষত্র খচিত আকাশ।
এসময় জীবন বলে কিছু নেই —-
সবই যেন মৃত্যুরই মতো।
কে এই আমি? কোথা হতে আসা?
চলেছি কোথায়?
যেন এক জগত থেকে অন্য জগতে আমি
শব্দের ইশারায় নিভৃত এক সৃষ্টিকর্তা
এভাবেই ভোর হয়,
তখন
তুমি, আমি, আমরা এবং প্রাত্যহিক অরূপ ।।