কবিতায় অমিত পান্ডে

তবু যেতে দিতে হয়
চলে যাব বললেই কি আর যেতে দেওয়া যায়?অনেক স্মৃতিই তো জড়িয়ে থাকে তাতে,
একে একে ভেসে ওঠে মনের পর্দায়, চুপকথা রা ও কথা বলে নিস্তব্ধ কোনো এক রাতে।
অনেক প্রশ্ন করে তারা কেন যেতে দিলে বলে,
যে যেতে চায় তাকে জোর করা যায় কি?
সে তো আসেনি থাকবে বলে।
মুখ ফুটে বলতে পারি না কিছুই, মুখে যোগায় না কোনো ভাষা,
গভীর রাতে একলা ঘরে শুধু আমি আর স্মৃতিদের যাওয়া আসা।
পাতা রা তো ঝরবেই যাওয়ার সময় তার হলে,
বৃক্ষ পারে না আটকাতে তাকে শুধু থেকে যাও বলে।
বাস্তব চলে যেতে বলে, থেকে যাক ভালোবাসা চায়, মন বলে যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়।