T3 || ঘুড়ি || সংখ্যায় অমিত পান্ডে

ঘুড়ি
ছোটোবেলায় শখ করে একবার বোধহয় ঘুড়ি উড়িয়ে ছিলাম। কি সে পড়ি তখন? ফাইভ কি সিক্স?
আর কোনোদিন ই ঘুড়ির সুতোয় টান দিইনি। বরং ঘুড়ি ই আমায় টেনেছে বরাবর। ঘুড়ির সাথে গল্প করেছি অনেক। শিখেছি অনেক কিছুই।
সেই ছোটবেলা তেই ঘুড়ি আমায় শিখিয়েছে কি ভাবে সমস্ত মলিনতা কে দূরে সরিয়ে মনের আনন্দে মুক্ত আকাশে উড়ে বেড়ানো যায়।
কি ভাবে মন টা কে নিয়ে যাওয়া যায় আকাশের কাছাকাছি।
ঘুড়িই শিখিয়েছে যত ই মুক্ত আকাশে উড়ি না কেন পা দুটো যেন তার লাটাই এর মত মাটিতে ই থাকে সবসময়।
তাহলে আর যাই হোক উড়তে গিয়ে ভো কাট্টা হয়ে যেতে হবে না।