T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অনিন্দ্য পাল

অকাল বোধন
মাথার মধ্যে জমে উঠছে ঘাম
শরীরে তরল হচ্ছে
আগুন
ধীরে আমি হয়ে উঠছি নরমাংসহীন হাড়ের দেবতা…
প্রতিটা গৃহমুখে গর্ভিণী অন্ধকার
একলা হতে পৌঁছায়
চিতাকাঠের রগরগে সহবাস পেরিয়ে,
সমস্ত গন্ডি বাষ্পীভূত হয়ে আশ্রয় নেয়
অ্যানুবিসের ঘরে…
আমার স্নায়ুর প্রতি পাড়ায় পাড়ায় বেজে ওঠে
অক্টোপাসের শিঙা,
আর কোন ব্রহ্মাস্ত্র নেই অথবা নেই মহান ‘পরশু’
এখন শুধু গোনাগুনতি ছাপোষা বিভীষণ…
তবু আমার পাঁজর-পাত্রে একশো-আট গোলাপ
তবু আমার ওপড়ানো চোখে মহা-ধ্বংসের নীলছক
এবং হরণ হয়ে যাওয়া ভালোবাসার কঙ্কাল…