T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় অনিন্দ্য পাল
by
·
Published
· Updated
আমার কবিতার শব্দরা
তোমাদের ডানা দিতে পারি নি
অথবা বিদ্যুৎ গতি
যেখানে যেমন মনে হয়েছে বসতে দিয়েছি
যেখানে যেমন ভালো লেগেছে তেমন রঙ দিয়েছি
আলোর তুলিতে
হতে পারে সে সব ভাঙা জানালার প্রাচীন খড়খড়ি
হতে পারে প্রত্ন শবাগারে শুয়ে থাকা মমির
উজ্জ্বল রঙিন পাথর ছুঁয়ে থাকা বিবর্ণ সুতো
হয়তো সেই সব দেহ থেকে সহস্র বছর ধরে বেরিয়েছে
যত অসহায় দীর্ঘশ্বাস
অস্তিত্ব পেরিয়ে এসেও ঈশ্বরের উঠোনে না পৌঁছানোর
শতাব্দী প্রাচীন হতাশা
তাদের মত কষ্ট পেতে পেতে নিষ্প্রভ হয়েছে
আমার কবিতার শব্দরা
তবু,
লেখা থাকে কবিতার দেহ
শব্দের বেড়ার ভিতরে আটকে থাকে আরো শব্দ
এবং জানালা আঁকড়ে ধরে থাকে
ব্যক্তিগত আমি …
কেউ বিদায় চায় না
কেউ উৎসাহিত হয়ে বাড়িয়ে দেয় না ভবিষ্যৎ
তবু,
আমি বপন করে যাই একের পর এক অন্তরাত্মা
আর ছায়া হয়ে বসে থাকি মধ্যদিনের দহনে
বিপরীত দিকে পা চলে না,
যেতে চাই তবু যেতে পারি না অন্য কোন শৈলশিরায়
কেউ যেন বলে দেয় কানে কানে,
প্রতিটা ব্যর্থ কবিতা আর তার শব্দরা
আমারই সন্তান