কবিতায় অমিত পান্ডে

স্বর্গ সুখ
অন্তর থেকে সত্যিই যদি খোঁজো,
তোমার পাশেই খুঁজে পাওয়া যায় তাকে,
স্বর্গ কিন্তু খুব বেশী দূরে নয়,
স্বর্গ সবার মনের ভেতর ই থাকে।
দরকার শুধু সুখ টুকু খুঁজে পাওয়া,
দরকার শুধু দেখবার মতো চোখ,
স্বর্গ তোমার কাছে তে ই ধরা দেবে,
ভুলে যাবে ঠিক জীবনের তাপ শোক।
তোমার আমার চারপাশে চেয়ে দেখো,
ছড়িয়ে ছিটিয়ে কত অসহায় মুখ,
সবাই কে যদি কাছে টেনে নিতে পারো,
মনের ভেতর ই দেখবে স্বর্গ সুখ।