কবিতায় অমিত পান্ডে

প্রিয়তমা
আমার গালে তোমার ভালোবাসার চিহ্ন।
হু হু করে জ্বলছে ভুখা পেট।
সস্তার পাইস হোটেল, তিরিশ টাকার সবজি ভাত। তাও বুঝে শুনে ।পাছে বেশি খেলে দাম বাড়ে।
কারো চোখে পড়েছে, কারো পড়েনি। কেউ হেসেছে ও মুখ টিপে, কিন্তু মুখে কেউ কিছু বলেনি।
আমি নির্বিকার, সমাজ কে বুড়ো আঙুল দেখিয়ে গালে ভালোবাসার চিহ্ন এঁকে ঘুরছি। যদি কেউ দেখে শিখে নেয় ভালোবাসার রঙ।
যদি সত্যি ই বন্ধ হয় রোজ রোজ এই সমাজের ধর্ষণ।
আমার কোনো দায় নেই কাউকে শেখানোর কারণ আমি একা।
ল্যাংটার আবার বাটপারের ভয় কি?
একঘরে করলে করুক সমাজ।
নয় বাই এগারোর ঘুপচি ঘরে শুধু আমি আর আমার প্রিয়তমা কবিতা।