গদ্য কবিতায় অমিত পান্ডে

থার্ড বেল
এক….দুই….তিন
থার্ড বেল বাজার সঙ্গে সঙ্গে ই পর্দা ওঠে। হাজার হাজার ওয়াটের আলো, নিখুঁত মঞ্চ আর রূপ সজ্জায় সেজে ওঠে মঞ্চ। আবহ বাজতে শুরু করে
নিজের চেনা ছন্দে।
নাটক এগিয়ে চলে নিজের মতো দৃশ্য থেকে দৃশ্যান্তরে একদম মাপে বাঁধা সংলাপে।
নিয়ম অনুযায়ী শেষ হয়ে যাওয়া চরিত্র রা একে একে বিদায় নেয় মঞ্চ থেকে।
কিন্তু কোথাও যেন হঠাৎ করেই ছন্দপতন ঘটে। তখনো মঞ্চে থাকা পার্শ্ব চরিত্ররা কেমন যেন পাল্টে যায় একে একে। সংলাপ বড় অচেনা লাগে। হাজার চেষ্টা ও ব্যর্থ করে দেয় নাটকের মূল স্রোতে ফিরতে।
ভুল টা বুঝে ওঠার আগেই কমে আসে আলো, আবহ ও আর বাজে না নিজের চেনা ছন্দে আগের মত। দর্শক ও কখন যেন মুখ ফিরিয়ে ফাঁকা করে চলে যায় প্রেক্ষাগৃহ।
তবে কি এ কোনো অশনিসংকেত? অসময়ে ই কি কার্টেন কলের সময় হয়ে এলো তবে?
ক্রমশঃ অন্ধকার হয় মঞ্চ, অন্ধকার মঞ্চে তখনও আশায় বুক বেঁধে একা দাঁড়িয়ে থাকে অভিনেতা ভুল টা শুধরে আবার নতুন করে শুরু করার জন্য, থার্ড বেলের অপেক্ষায়।
তবে কি।