কবিতায় অমিত পান্ডে

ভালোবাসি
ভালোবাসি নীলাকাশ, ভালোবাসি চাঁদ তারা
ভালোবাসি মনে দাগ
আজও কেটে গেছে যারা।
ভালোবাসি প্রাণ খুলে
হাসি মজা গল্প,
ভালোবাসি দুষ্টুমি
অল্প স্বল্প।
মিস্ করি আড্ডাটা
আজ যেটা ইতিহাস
রকে বসে কাটিয়েছি
কতদিন বিন্দাস।
মিস্ করি আজকেও
কলেজের দিনগুলো
পড়াশোনা ছিল ঠিক
টুকটাক প্রেম ও ছিল।
বয়স বেড়েছে আজ
শরীর ও তো দেয় না
স্মৃতি ফিরে ফিরে আসে
মন ধরে বায়না।
আজ ও চাই ফিরে যেতে
সোনা ঝরা দিনে তে
বয়স সংখ্যা শুধু
মন ছোটোবেলা তেই।