কবিতায় অনিন্দিতা নাথ

বন্ধু

আমার স্বপ্ন, কল্পনার রশ্মি
ছড়িয়ে দেয় কবিতা।
ওর প্রেমে আমি জড়িয়ে
আছি লতার মত।
হৃদয়ের গোপন কথা-
সব জানে।
আমার দোষ আপন
ভেবে শুধরে দেয়।
নির্মল মন যে তার!
কবিতার সাথে আড্ডায়
বসি খাতায় পাতায়।
সময় ভুলে যাই
সুখের মুহূর্তে।
একাকিত্ব ঘোচায় তাই
ও আমার প্রকৃত বন্ধু।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *