T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অনিন্দিতা নাথ

কবিতা দিবস
এলো আন্তর্জাতিক কবিতা দিবস।
মঞ্চ সাজবে ঝলমলে আলোতে,
এক অপূর্ব অনুষ্ঠানের মধ্যে।
নবীন-প্রবীণ কবিগন কে ফুলের
তোড়ায় আপ্যায়ন।
কতো কবি তোমাকে সংবর্ধনা
জানাবেন কবিতা পাঠে
মুগ্ধ স্রোতাদের মূহুর্মূহু করতালি,
প্রবীণ কবিগন আহ্বান জানাবেন
“এসো নবীন”
কবিতা আমারা ভালবাসি, সে
আমাদের চিরদিনের বন্ধু।
আমি দূর হতে কল্পনায় উপভোগ
করবো সে আনন্দ।