T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আরুষা মৈত্র

মূল্যবোধ কি তা জানি;
অবাধ্য চেতনার কিছুটা পাগলামী।
আমি কাঠের পুতুল, নাকি ভীনদেশী রাণী?
পাড়ার ছোকরাদের হুইসেল শুনি আমি।
নাম ভালোবাসা আমার!
ঘুরবে চিড়িয়াখানা?
ম্যালা জ্ঞ্যান দিও না তো বাপু!
অতই মূল্যবোধ আছে যদি, তবে পার্টি করো চাঁদু!
খবরের কাগজ আর মাটির ভাঁড়ের চা গেলো-
মূল্যবোধ বিক্রি করো, অথবা মূল্যবোধ কেনো।।