মুক্তগদ্যে অমিত মুখোপাধ্যায়

আমি বিন্দু বিন্দু ঘামের গল্প লিখতে চাই। সে ঘাম তীব্র সংরাগে শরীর মন্থনকালে জমে উঠতে পারে। সে ঘাম পেটের ভাত জোগাড়ের জন্য হাড়ভাঙা পরিশ্রমে জমে উঠতে পারে। প্রতিটি ঘামবিন্দুর আলাদা আলাদা গল্প আছে। যেমন প্রতিটি পাতার আলাদা গল্প আছে। প্রতিটি ফুলের আলাদা গল্প আছে। প্রতিটি ঘাসের আলাদা গল্প আছে। ঘাসের ডগায় জমে থাকা প্রতিটি শিশির বিন্দুর গল্প আলাদা। এক নদীর সঙ্গে অন্য নদীর মিল নেই। এক ঢেউ অন্য ঢেউকে স্বতন্ত্র গল্প শোনায়। প্রতিটি মানুষের গল্প আলাদা। মানুষ বড় জটিল। তার শরীরের গল্পের সঙ্গে মনের গল্প মেলে না। মনের একটি গল্পের সঙ্গে অন্য গল্পের অমিল। ভুবন জুড়ে এত বৈচিত্র্য। অথচ আমি রোজ একই কথা লিখি। না পাওয়ার কথা, অতৃপ্তির কথা, অন্ধকারের কথা। আজ আমি আলোর কথা লিখতে চাই। এই ইচ্ছাই বাঁচিয়ে রাখে আমাকে। আমি নব নব প্রভাতের সাক্ষী হই। যেমন আজ অগ্রহায়ণের প্রথম সকালে আঙুলের ডগায় ফুটে উঠছে নতুন পদ্যমালা। এসো, আজ একে অন্যের মধ্যে লুকিয়ে থাকা গদ্য-পদ্যের খোঁজ করি।