রেল স্টেশনে ঢোকার মুখে সিঁড়ির উপরে বসে থাকে ,
একটা নেড়ি কুকুর।
গায়ের পশম কোথাও কোথাও উঠে গেছে,
দেখতে মোটেও সুশ্রী নয়।
রেলের বড়বাবু গাড়ি থেকে নেমে অফিস ঘরে যেতে,
রোজ চোখাচোখি হয় তার সাথে।
আর এই চোখাচোখি,
বড়বাবুকে সারাদিন কি এক বিরক্তিতে তাড়িয়ে বেড়ায়।
কি যেন আছে ঐ কুকুরের চাহনিতে,
পিচুটি ভরা কুতকুতে চোখে একটা বিদ্রুপের হাসি দেখতে পায়।
মনে হয় যেন সেই হাসি বলতে চায়–
তোমরা মানুষে’রা যতই ধোপদুরস্ত পোশাক পরে,
ঘুরে বেড়াও না কেন–
তোমাদের ভেতরটা আমাদের,
এই রাস্তার কুকুরের চেয়েও ময়লা।
আমাদের শুধু পেটে খিদে পেলেই একটু খাবার খেতে চাই,
কিন্তু তোমাদের ক্ষুধার কোনো অন্ত নাই।
তোমরা সেই লাগামহীন ক্ষুধা নিবারণের,
রাস্তা খোঁজায় ব্যস্ত।