T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অনিন্দিতা মিত্র

 

এক) প্রেমিকের অগোছালো শার্টের বোতামে মেঘবর্ণের কাব্যচিত্র, বসন্তের ঝিমঝিম সন্ধেবেলায় শিরোনামহীন সম্পর্করা ছুঁয়ে যায় নরম কলির মতো, চুম্বনের আদরে ভেজা ঠোঁটে জড়িয়ে থাকে জ্যোৎস্নাধারার কারুকাজ। পৃথিবীটা যেন কবিতার পান্থশালা! দুই হৃদ-নদের মিলনে প্লাবিত হয় সৃষ্টির উৎসমুখ। ট্র্যাজিক নভেলার পাতায় পাতায় খুঁজে ফিরি শূন্যতার আদিমতম উৎসর্গপত্র।

দুই) তুমি চলে গেলে, বলে গেলে না। যাওয়ার আগে এলো খোঁপায় এঁকে দিলে ঐশ্বরিক চিহ্ন।

তিন) দীর্ঘশ্বাস এফোঁড়-ওফোঁড় করে কবিতারা নেমে আসে ফুলশয্যার প্রান্তে, আলোহীন বন্দরে নির্ঘুম নাবিকের চোখে বিরহগাথার স্নেহদাগ। পৃথিবীর সব না পড়া চিঠি লেখা আছে আকাশের ঠিকানায়, নকশি-কাঁথার অলৌকিক বুননে পরিযায়ী মানুষের কান্নার পদধ্বনি। মনের অরণ্য থেকে এক একটা ঝরা পাতা ঝরে পড়ে নিঃশব্দে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

1 Response

  1. Punam Sil says:

    ভীষন সুন্দর হয়েছে ❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।