অনির্বাণ মণ্ডল – ছবিয়াল

ছবি- Twany Coster
এপারেচার – f/8.0

বাড়ি বাঁকুড়ায়। প্রকৃতিকে ভালোবেসে ছবি তোলেন। ভীষণ ভালোবাসেন প্রকৃতি ও তার প্রত্যেকটি পশু-পাখি জীব-জন্তুকে। সহজ ভাষায় একজন নিখাদ প্রকৃতিপ্রেমী। বাঁকুড়া খ্রিস্টান মহাবিদ্যালয়ে পঠন পাঠন শেষ করে বর্তমানে পরিবেশ, ছবি নিয়েই আছেন।