T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অমিতা মজুমদার

বিভ্রান্তির আর এক নাম বুঝি ভালোবাসা
জল ভালোবাসে বুঝি তট
তাই ছুটে ছুটে আসে জোয়ারের উছিলায়
ঝড় ভালোবাসে বুঝি ভাঙন
তাই করে তোলপাড় জন-অরণ্যে।
সিগারেটের ধোঁয়ায় উড়ে যায় চামেলির সুবাস
তবুও নীরা কবরীতে জড়ায় চামেলির মালা।
কিংশুক সিগারেটের ধোঁয়া ছাড়া বাঁচে না এক পল,
কিংশুককে ছাড়া থাকতে পারে না নীরা।
নীরা ভালোবেসে বাঁধে কবরী জড়ায় চামেলির মালা,
শুধু কিংশুকের জন্যই।
চামেলির কোমল গন্ধ উবে যায় নিকোটিনের উগ্র ঘ্রাণে।
এই বিভ্রমটুকুই কী ভালোবাসার বীজ বুনে!