বন্ধুত্ব
বাঁধন বড় শক্ত ছিলো তাতেও আমরা পেরিয়ে এলাম সাঁকো
এখন বুঝি জোছনা রাতে তুমি অনেক দুরের গ্রহেই থাকো।
আলোর মালা গলায় দিয়ে যেমন পারো সাজিয়ে রাখো বাড়ি
দূর থেকে তাই দেখছি তবে কথা বলাও ভীষণই দরকারী।
মনের ভেতর অনেক কথা জমতে থাকে আদ্দিকালের পাতায়
কিন্তু একটু ভাবার বিষয় কি ভাষাতে লিখবো চিঠি খাতায়!
তুমি কি রোজ পড়তে বসো? টানতে কি হয় সকালবেলার ঘানি?
তোমার গ্রহ অনেক দূরের আমি কেবল বাংলা ভাষাই জানি।
এই ভাষাটাই লিখতে পারি বলতে পারি মধুর মধুর স্বরে
কল্পনা আর বাস্তবের ওই স্বপ্নগুলো জমিয়ে রাখি ঘরে।
বাংলা আমার গর্ব জানো? আমার কাছে মায়ের মতো দামি
মায়ের কাছেই বাংলা শিখে এই ভাষাতেই গল্প বলি আমি।
তোমার ভাষার নামটা কী গো? বলতে পারো আমার কানে কানে
যে কথাটা কেউ জানে না সেটাই হলো বন্ধু হওয়ার মানে।
তোমার ভাষা আমার ভাষা হোক আলাদা ডাকলে দেবো সাড়া
দূরত্ব খুব আলগা করে মনের বাঁধন এটাও বলে কারা?
তাদের বলি একটু শেখো দু’টি গ্রহের ভাষা কেমন মুখের
দুরন্ত এক হৃদয় আছে স্পন্দনও তার মাপতে পারি বুকের।
হোক না বাঁধন দূরের তবু এসো না হাত হাতের ওপর রাখি
ভাষার ভেতর থাকলে ফারাক বন্ধু হওয়া আটকে থাকে নাকি?