ক্যাফে কাব্যে অমিত মজুমদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবরস্থান
রাস্তা রোকো, এই অরণ্য বিপজ্জনক
আর এগোলেই কবর, জিন ও দত্যি পাবে
গায়ের রক্ত একটু আধটু কালচে হলেই
শরীর থেকে হাড় ছাড়িয়ে সত্যি খাবে
চামড়া ছাড়া এই দেহতে আর আছে এক
মাথার মধ্যে লুকিয়ে থাকা পিটুইটারি
এদিক ওদিক ঘোরাস যখন স্প্রিং-এর মতো
মন থেকে চায় জানতে আরো কি তুই পারিস ?
মৃত্যু মানেই বলির ছাগল, পা ধরতে নেই
গ্রহণযোগ্য কারণ ছাড়া শিকার নিষেধ
আমরা তবু ঠাণ্ডা মাথায় শরীর কেটেই
খুঁজে বেড়াই একটু বেশী লিকার কিসে !
দার্জিলিং বা আসাম থেকে গন্ধ এলেও
চায়ের রঙটা ক্ষতর থেকেও খতরনাকই
সাদা চাদর বানিয়ে এনে কপাল থেকে
বাঘের ভয়ে রাস্তা জুড়ে গতর ঢাকি
কালই লিখবো গল্প কিছু দুইপা বাঘের
যাদের ঘিরে খ্যামটা নাচে শহরতলী
সমুদ্র মন্থনের সময় উঠলো যে সব
সেই হলাহল অন্য নামে জহর বলি
জহর রায় বা জহরব্রত এইখানে নেই
এখানে আজ আইনমাফিক মার্ডার হবে
প্রতিটা ডেথ সার্টিফিকেট হজম করেই
কেউ জানে না কে মেরেছে গার্ডার কবে
গার্ড অফ অনার কিচ্ছুটি নেই এমনকি সেই
খোলাই ছিলো কঠিন দুর্যোধনের উড়ু
সেটাও ভেঙে তলিয়ে গেলো দ্বৈপায়নে
সেখান থেকেই কবর দেয়া বনের শুরু।