সাতে পাঁচে কবিতায় আল্পনা মিত্র

গভীর রাতের কবিতা
”হে প্রিয়তমা আমার’ বলে এক বেকার যুবক
সাইকেল-রিক্সায় চেপে মাঝরাতে বাড়িতে
ফিরতে ফিরতে মুছে নিলো নিজের চিবুক,
ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে সুমসৃন লালা
গুন গুন গান ‘ শোনো হে মোর প্রিয়তমা’
সুগন্ধী সন্মিলিত মুখের ফেনা।
নক্ষত্রের মত উজ্জ্বল তরল! ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে
ঠোঁট ,তালু ,জিহ্বহীন বধির ফুটপাতে –
সর্বত্রগামী জ্যোৎস্না কুন্ডলী পাকিয়ে শুয়ে আছে
কোনো বাবুর হৃদয় পিঞ্জরে
পরস্পর বদলে যায় স্থানকাল – দিবস – রজনী
উজ্জ্বল কিশোর ফের ফিরে যায় কবিতার আঁতুড় ঘরে
খোঁজে এক নধর কিশোরী।
লাল নীল জলে লিখবে কবিতা
অন্ধকার রাত! দিনের মত, তাই কবিতার নাম –
‘ তোমাকে সবিতা’
হঠাৎ সাদা পদ্মের মতো সূর্য উঠলো ফুটে
পূবালীর রাঙা হ্রদে……
সেই অবসরে সেই সুখী উন্মাদ সুতীক্ষ্ণ চুম্বন
এঁকে দিল নিঃসঙ্গ রাতের বুকে।