কবিতায় অমিতাভ মিত্র

খেলা
বেহিসেবি বলেই হয়তো
জীবন নিয়ে ছেলেখেলা করে ছেলেরাই
দুর্ভাগ্যজনক
অভিধানে মেয়েখেলা বলে কোনো শব্দই নেই ,
জীবনভর খেলাই সম্বল বলে হয়তো আলাদা করে খেলার কোনো সময় থাকে না তাদের
বিপননে অফার বা উস্কানি নিতান্তই ওয়ার্মআপ ।
যাদুমন্ত্রে কলোসিয়ামের রং বদলে দিতে পারে যখন-তখন
ধুলো ঝড়ে ঝাপসা করে দিতে পারে ময়দান
আর হেলায় মৃত্যুর সাথে খেলে চলে মাতাদোর
একসময় বোঝে খেলনা হয়ে গেছে সে নিজেই ।
পুতুলনাচের যেকোনো পালায় নির্দেশক একমাত্র নারীই
অথচ মেয়েখেলা বলে কোনো শব্দই নেই অভিধানে।