দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

ঈশ্বর মিলে কর্মে

জ্ঞান যোগিরা বলেন সদাই-
ঈশ্বর আছেন জ্ঞানে,
তিনি আছেন ভক্তির মাঝে-
ভক্তিযোগিরা মানে।

কর্মযোগীদের মতে কর্মই ধর্ম
কর্মে ঈশ্বর মিলে,
জ্ঞান, ভক্তি, কর্ম সবকিছুই-
উজাড় করে দিলে।

এতো সবের পরেও প্রশ্ন উঠে
কোথায় আছেন ঈশ্বর?
মনে হয় তিনি শুধুই সামলান
বিত্তবানদের বড় ঘর!

বাবা চালান রিক্সা, আর মাটা-
হোটেলে পঞ্চব্যঞ্জণ রাঁধে,
তবুও অভুক্ত শিশুটি ক্ষুধার-
চোটে পথে দাঁড়িয়ে কাঁদে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।