T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ অমিত মজুমদার

বুকের মধ্যে ঘর
সরস্বতীর বিকেল জুড়ে উদাস রঙের কাজল চোখ
ভ্যালেন্টাইন দিনের জন্য হলদে শাড়ির আঁচল হোক।
উঠছে হাওয়া পাগল পাগল মেঘের মধ্যে ঝড় বাদল
এই সুযোগেই দৌড়ে এসে বুকের মধ্যে ঘর বাঁধো।
চোখ ভেজাতে আলগা আকাশ অল্প মেঘেই সৃষ্টি হয়
অনেক ঝড় তো পেরিয়ে এলাম এসব তেমন বৃষ্টি নয়।
একটু কেবল ভিজিয়ে দেবে ফাগুন ঋতুর মাস তারা
আর কিছু সে চাইছে না তাই এইটুকু থাক আস্কারা।
ঝড়ের পরে ঝড় দেখেছি সে আমাদের বাড়ির লোক
ভাগ না হওয়া দুর্যোগেরাও একটা মাত্র হাঁড়ির হোক।
সেই হাঁড়িতে ভাত ফুটিয়ে ফ্যানের ছোঁয়ায় সুখের গান
ঝোরো বাতাস বাড়িয়ে দেবে গরম আঁচে বুকের টান।
ঝড়ের সঙ্গে হাওয়ার দোষে প্রেম জেগেছে গাছপালায়
ঢেউয়ের তালে নদী কিংবা পুকুর থেকেও মাছ পালায়।
ওরাও ভীষণ ভয় পেয়েছে জলে ওদের বেগ দ্রুত
এই তো শ্রাবণ আসছে দ্যাখো মাথায় নিয়ে মেঘদূতও।
অনেক খরা পার করে আজ শরীর উঠুক ঝলসিয়ে
ভেজা ফাগুন সাজিয়ে দিতে পূর্ণ মেঘের কলসি এ।
তারও আবার ভীষণ দেমাগ ভিজেও কপাল শুকোচ্ছি
ঘোর লাগা এই মেঘের ভয়েই এ ওর বুকে লুকোচ্ছি।
সরস্বতীর আঙুল ছুঁতেই বীণায় ওঠা ঝংকারে
বুকের ভেতর আলপনাতে ঝড়েরও খুব রঙ বাড়ে।
ঝড় আমাদের ছুঁয়েই ফেলুক কিংবা করুক অতিক্রম
আমরা তবু থাকবো অটল না হয় যেনো মতিভ্রম।