T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অনুপ মণ্ডল

অন্তরতর হে
তবু যুদ্ধাভিমান!যুদ্ধক্ষেত্রে নিজের লড়াই নিজেরই সঙ্গে
কতটুকু রক্তপাত তার হিসেব রাখে কেবল নারী
পূষা নক্ষত্র নিকটে নেমে এলে গৃহঋণ দ্রুত বেড়ে যায়
যোনিটাকে নদীর এপার থেকে টানতে টানতে
কখনও কখনও আমি ওপারের ঘাটে নিয়ে গিয়ে বাঁধি
গড়ে ওঠে বালু-ভাস্কর্য ; বৃত গাঁথনি
পুরুষই হারে পুরুষই জেতে পৌরুষের কাছে
হারজিৎ 50/50
ডাউনলোড থেকে প্রিন্টার পর্যন্ত পৌঁছোতে যতক্ষণ
তবু মাত্র একটুখানি;আর একটুখানি প্রচেষ্টায়
আমি তার আলজিভ ঠিকই ছুঁয়ে ফেলেছিলাম
ফিনিশিং পয়েন্ট ছুঁতে বাকি মাত্র এক সেকেন্ড
তাঁবুগুলোর শীর্ষদেশ থেকে
একের পর এক মাস্তুল খুলে ফেলা শুরু হয়ে গেছে
জিভের ডগায় তুলে সে তখন আমাকে খুব করে নাচাল