কবিতায় আলোক মণ্ডল

কবিতা মগ্ন প্রাণ।অবসরপ্রাপ্ত বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক । দশাধিক কাব্যগ্রন্থের স্রষ্টা।"কবিকর্ণিকা" -কবিতাপত্রের সম্পাদক। কবিতা

১। বি-উপসর্গে জ্ঞাপন

পাতার পোষাকখানি খুলে খুলে যায়!
প্রচ্ছদহীন স্বরলিপির প্রতিযোগিতা করতালির মুক্ত বাজারে।
ঢাকা নেই , ভুর্জপত্র উড়ে যায়!
পাতায় পাতায় লেখা বিশেষণ
বিশেষণের বিশেষণ অব্যয়ীভাব সব, উড়ে যায়!
আহা, কী ক্ষণস্থায়ী! বিকেল
গড়ানো রোদ ছায়া ফেলে ছাদে,
উড়ে যাওয়া লিপি কোথায় পড়ে
কে জানে, খবর আসে না!
দিশেহারা, কেবলই খুলে খুলে যায়,
খুলে যায় ছয় ঋতুরঙিন গ্লোসাইন।
সেনিটাইজড্ দৃষ্টি কোন কি ভাইরাস খুঁজে পায়
অন্যকে যা সংক্রামিত করবে সহজেই!

২। কাকস্য উপন্যাস

মাটির ভেতরে যে অন্ধকার, বাইরেও তাই
পূর্বজন্মের সবক’টি কাক বুকের গভীরে ডিম নিয়ে বসে, একটি ভোর
আসুক ভুর্জ-লিপির ফাঁকে যেখানে
নীল আকাশ, আঁকা হবে আলো-
সেইখানে শতবর্ষ পেরোবে উপন্যাস।
ক্লোজ চ্যাপ্টারে থাক তামসী-তমসুক!
তবু তো কাক, নির্মল ধাতুজল বেয়ে নক্ষত্র পেড়ে আনে, শতরঞ্জির প্রতি রঙিন ছকে।
স্মৃতিসুখ মেখে নেয় নতুন প্রজন্ম – কর্কশতা সব কিছু না, বুকের ভেতরে চেতনার আলো মাটির অন্ধকার
ফুঁড়ে দৃশ্যময় হয় সবুজ ফসিল।
আদিতে কাকের পালকই লিখেছিল,”মা নিষাদ তব গম শাশ্বতি সমা…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।