অনুগদ্য তে অমিত মুখোপাধ্যায়

মহানন্দার তীরে

শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে এক অনির্বচনীয় আন্তরিকতা আছে। সে আন্তরিকতা শীতের সকালে নকশিকাঁথার মত জড়িয়া থাকে। সে আন্তরিকতা বৃষ্টি ভেজা দিনে ধোঁয়া ওঠা চায়ের মত, দুপুর বেলায় কলা পাতায় গরম ভাতের মত, ভাওয়াইয়া গানের সুরের মত। সে আন্তরিকতা ছড়িয়ে থাকে মেচ, রাভা, রাজবংশী, গোর্খা ও বাগানিয়া জনজাতির সারল্যময় হাসি মুখে। সে আন্তরিকতা উড়ে বেড়ায় বসন্ত বনের শুকনো পাতায়, ছড়িয়ে থাকে বনপ্রান্তে ময়ূরের ঝরা পালকে, তেলানিপারা চা ও মোমোর ঘ্রাণে, কাঁচা চা পাতার গন্ধে। সে আন্তরিকতা ভেসে বেড়ায় তিস্তা, জলঢাকা, রায়ডাক, তোর্সা, সঙ্কোশ, মেচি, করতোয়া, মহানন্দারর প্রবাহে। সে আন্তরিকতা গাঁথা আছে অমিয়ভূষণ মজুমদার, দেবেশ রায়ের গদ্যে, সেবন্তী ঘোষের কবিতায়। সেই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আজ আমার সকাল হল। আগামী কিছুদিন কাটবে উত্তরবঙ্গে। দেখব রূপময় প্রকৃতি, মিশব প্রকৃতির মত নির্মল মানুষের সঙ্গে। তার আগে এই মেঘলা সকালে ভেনাস মোড়ে ছোট্ট দোকানে দাঁড়িয়ে চায়ে চুমুক – – – –

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।