কাব্যানুশীলনে অমিত মজুমদার

বান
সবাই মিলে মারতে এলো তোকে
তুই তখনও প্রিজম হাতে আলো
কিছু আলাপ প্রলাপ বকার পরে
দেয়ালজুড়ে রঙ ভরে দেয় কালো।
কালোর আবার কয়েকখানা ছবি
সাদার ওপর জ্যান্ত কলার ভেলা
ভাসতে ভাসতে পার হয়েছে দ্রুত
ঘাটের পাশে শ্মশান শ্মশান খেলা।
হবিস্যি আর পরমান্ন ভুলেই
মাপতে এলি নদীর শরীর গোটা
তখনও তো জানিসনি সেই রোদে
পুড়লে হবি ভীষণ মাথামোটা।
মাথার ওপর সূর্য এসে গেলেই
কিছু মানুষ হাতা গোটায় জোরে
তোর দুটো চোখ শতরঞ্জি পেতে
বাগান বানায় বনস্পতি ধরে।
ওরা সবাই শিমুল তুলোর হাওয়া
চুমুর কেচ্ছা ভরিয়ে দিচ্ছে তোকে
অবাক হয়েই দেখতে থাকি শুধু
নদীর সাজে বান ডাকেনি চোখে।
চোখের তলায় অন্য দ্বীপের দড়ি
দড়ির নিচে অবাধ গোলকধাঁধা
আয় কিছুটা ভাগ করে দিই ছবি
সবার গলায় কলসি আছে বাঁধা।