মুক্তগদ্যে অমিত মুখোপাধ্যায়

সে এক অপূর্ব শব্দ । সেই শব্দের তরঙ্গ ভাঙে সমুদ্রের ঢেউয়ে। সে শব্দ মর্মরিত হয় শাল কুসুমের বনে। সে শব্দ ধাক্কা খেয়ে ফেরে নীল পাহাড়ের গায়ে। আহা, সে কী এক অপরূপ ধ্বনি! সে শব্দ পিছলে যায় পাখি ডাকা ভোরের আলোয়। সে শব্দ গল্প শোনায় নদীর বহমান জলে। সে শব্দ নিশুত রাতে জোছনাকে আঁধার মাঠে ডাকে। সে এক তীব্রতর ধ্বনি। এই শব্দ ধ্বনি তুড়ি মারে কালো রাজনীতিকে। এই ধ্বনি এখনও ভাঙা বুকে বাঁচিয়ে রাখে সবার জন্য ভাতের স্বপ্ন। সেই শব্দটি হল ‘সে।’ তার জন্যই বাঁচা মরা। তাকে খুঁজতেই অনন্ত পথ হাঁটার জন্য বুকের ভিতর সাহস সঞ্চয়। সে কোথায় আছে? জানি না। তবে অনুভব করি সে ছড়িয়ে আছে এই চরাচরের প্রতিটি কোণায়, প্রতিটি কণায়। এই শীতল শীতল সকালে কামনা করি সবাই সে শব্দের ওম পোয়াক।