মার্গে অনন্য সম্মান অনিতা মন্ডল (সেরা)

অন্যন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩০
বিষয় – অভিসার
জীবন্ত লাশ
বুকের ভেতর থেকে কিছু একটা
চুরি গেছে।
তাই তো বুকটা ,
শুধু চিনচিন করে আমায় জাগিয়ে রেখেছে।
হতাশায় ডুবে !
শরীর তো আর শরীর নেই গো আমার,
জীবনের জীবন্ত একটা লাশ।
চোখে পাতা দুটো কখনো তো এক হতে চায়না।
জ্ঞানের ভান্ডার ঠনঠন করে,
হাজার হোঁচট খেয়েও
পা দুটো ঠিক উল্টোই চলে।
মাথাটা কেন যেনো ঘুরতেই থাকে,
মাঝে মাঝে তোমার খেয়াল গুলো,
আমায় সারাদিন ঘিরে রাখে ।
ভাবতে বসলে অবাক লাগে ,
এতো সামলে রাখা মনটা কেমন করে গেল চুরি ।
তাই মন ছাড়া এই আমি টা
এখন জীবন্ত একটা লাশ।