T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আলোক মণ্ডল

হালুম
হ্যান্ডলুম কাপড়ের মতো মোটা ভাতের সংসার। কৃ-ধাতু যোগে লুম, সিবন শিক্ষার পাশ কাটিয়ে এগিয়ে গেলুম, ‘আমি’। নকসি করা মাঠ আর পাতার কিনারা ধরে হেঁটে রাকা চন্দ্রিমায় জানালা গলে জলভরা মেঘ, বইয়ের পাতায় ঘুম।
কবিতা চর্চায় যতবার সম্বোধনে ‘তুমি’ ততবারই হ্রস্ব উ-কারের আড়ালে হালুম । লুকিয়ে থাকা গায়ে চাকা দাগ- রয়েল বেঙ্গল! মিথ হয়ে যাওয়া হালুম,
রোম কূপে থিতু হয়ে যাওয়া হালুম,
আজন্মলালিত হালুম।শব্দ-ই ব্রহ্ম। উচ্চারণে তীব্র দারুণ! শিক কাটলো না পাখির কোনদিন-ই,উপোষী ঠোঁট।
২.
উৎসব।
“””””
একা থাকতেই বেশি ভালোবাসি।
একা থাকলে কথা বলা যায় নিজের সাথে,দেখা যায় নিজেকে।
আয়না থাকুক না থাকুক
বুকের ভেতরে জল বড় স্বচ্ছ
দেখা যায় প্রতিবিম্ব-
এই দাড়ি, এই পাগড়ি এই চুল
এগুলি আমার!
এই রোদে আভূমি পড়ে থাকা ছায়া
এটাও আমার!
এই চশমা,এই চটি,এই পাঞ্জাবি-
প্রশ্নাতুর, এসব ভাবা যায়।
একা থাকলে বন্ধ দরজা নি-ডাক
একটি দিন
যখন খুশী উঠতে পারি
যা খুশী খেতে পারি,
সবচেয়ে ভালো খাবার আস্ত গোটা নিজেকে-
ভুল ত্রুটির কাঁটা বেছে সুস্বাদু নিজেকে হজম করা এক ভীষণ ব্যাপার!
একা থাকলে আত্মভোজের মহোৎসব
জমে ওঠে একা-একাই!