দিব্যি কাব্যিতে অরবিন্দ মাজী

ডাকহরকরার কথা
ডাকবাক্সে জং ধরেছে বহুদিন থেকে
পথের মোড়ের ধারে,
চিঠিপত্রও ভরে না কেউ এখন আর
তাকায় না কেউ তারে।
অন লাইন আর মেলা পাঠিয়ে চলছে
চিঠিপত্রের সকল কাজ,
ডাকহরকরার কাজটাও তাই ফুরিয়ে
গিয়েছে পুরোপুরি আজ।
ছোটবেলায় দেখছি বাড়িতেই পিওন
এসে চিঠি পৌঁছে দিতো,
বিনিময়ে সরকার থেকে মাইনেগুলো
কর্মীরা সব মিলে নিতো।
এখন শেষের পথেই চলে গিয়েছে ঐ
ভাকপিওনদের কাজ
অনলাইন ও মেলেই সব কাজ চলছে
এখানতো ওদেরই রাজ।