কবিতায় আবিরলাল মুখোপাধ্যায়

বয়সপঞ্জিকা
কত কত বার
চলে যাবার কথা বলেছি
অভিমান করে
আবার চেটেপুটে খেয়েছি
আয়ুর আশিষ মাখা বাটিভর্তি পায়েস
কখনও ভেবেছি যেদিকে দু’চোখ যায়
অজানা পাহাড়ের কোলে
এইবার হারিয়েই যাবোই…
তবু তো ফেলেছি পা
সুনিপুণ, প্রতিটি ধাপ মেপে…
নিত্যদিনের
এই শোক ও সুখের মাঝে
কলেবরে বেড়ে ওঠে
বয়সপঞ্জিকা!