T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় অশোক কুমার ঠাকুর

অন্ধরা যখন পথ দেখায়
এখনও সব কবিরা অন্ধ হয়ে যান নি
এখনও সব কবিরা দলদাস নয়।
অন্তত যারা নামের জন্য
পুরস্কারের জন্য
একটি পদ ও শ্রমহীন অর্থের জন্য
মনুষ্যত্ব বিকিয়ে দেন না।
দারিদ্র্য যার সহায়
খ্যাতিহীনতা যার সংবর্ধনা
সেই খ্যাতিহীন, সেই পুরস্কারহীন
যাদের লেখা সচরাচর বাণিজ্যিক কাগজে প্রকাশ পায় না
সেই সব অজ্ঞাত অবহেলিত নিমগ্ন কবিরাই
আজ চক্ষুষ্মান।
নামীদামিদের চোখগুলো আজ ছানিপড়া
অথবা মায়োপিয়ার শেষ সীমায় পৌঁছে গেছে।
বিপদটা তখনই গভীর হয়
যখন অন্ধরা পথ দেখায়
চক্ষুষ্মানদের কথা কেউ শোনে না।