শঙ্কিত জীবনে ঘাতকের আগ্রাসন
আরো একটি ভোরের সূর্যের উঁকি
বাঁচার দূর্বার ইচ্ছে, সৃষ্টি সেরা মানুষ তথাপি পশুর মত অধীনতা প্রকৃতির কাছে!
সৌভাগ্য প্রকৃতির সমবিচার দেখে, স্বাধীনতা দিবস- স্বেচ্ছায় গৃহবন্দি অথচ একদিন এই স্বাধীনতা অর্জনে
আলিঙ্গন করেছে মৃত্যুকে নির্দ্বিধায়, ভয় নয়, কুন্ঠা নয় শুধুই মুক্তির তরে বিলিয়ে দিয়ে ছিনিয়ে আনার জয়গান “জয় বাংলা”
আজ হানা নেই বাংলায় বর্গির; প্রচ্ছন্নধারী পরিবেশ করে আচ্ছন্ন
হানা দিয়েছে নামধারী ভাইরাস নাম তার “করোনা”
এরই কাছে বাঁচার তরে ভিক্ষা যাচি করুনা।
এই বুঝি সংবাদ আসবে তৈরি হয়েছে ভ্যাকসিন
তুলে নিবে সরকার ছুটি, নয় মাসের মত হবে সব ইতি
জনজীবন হবে প্রাঞ্জল, মিটবে আতঙ্ক বর্ষবরন হবে জমবে “মুজিববর্ষ”
কতশত পরিকল্পনা, চিন্তাতেই পরিসমাপ্তি, একি জুজুর ভয়, রূপকথার দৈত্য বাস্তবে!
হানা দিচ্ছে- দেশ হতে দেশান্তরে ;ক্ষণে ক্ষণে মৃত্যু সংবাদ অন্যথায় আশার বাণী
স্তব্ধ নগরীর বার্তা দেয় সংবাদকর্মী; উৎকন্ঠিত হবো বুঝি আক্রান্ত! ভেবে ভেবে ভারাক্রান্ত
এক দিকে বিশ্ব,প্রিয়জন আর সন্তানের ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন;নিজের মৃত্যুভয় পিছু তাড়া করে-
দেখবো তো আগামী সকাল?হাজারো প্রশ্নের হাতছানি!
যে যুদ্ধ দেখিনি ৭১-এ,শুধু শুনেছি
আলোকচিত্র আর দৃশ্যপট দেখিছি অন্যের কল্পনার ব্যানারে
কতই না আক্ষেপ করেছি যদি থাকতাম সে সঙ্ঘটনকালে
অথচ দানবের ভয়ে গৃহে আজ কাটছে সময়।
বেঁচে থেকেও মরনের চিন্তা অবিরত
সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে নিরব আত্মসমর্পণ!
বাঁচতে চাই, দেখবো পৃথিবীর হাজারো আয়োজন।