ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

নিঃসঙ্গ
উচু ব্যালকনিতে চাঁদ একা।
সামনের পথ দিয়ে চলে যায় জনতা,
সবাই ব্যস্ত।
কেউ তাকায় না চাঁদের দিকে,
শুধু ভিজে জ্যোৎস্না গায়ে মেখে
ছুটে চলে অমৃতের খোঁজে।
আত্মমগ্ন চাঁদ প্রতিদিন ডুব দেয়
ভাবনার গভীরে।
আকাশের জমিটুকু ভাগ করে দিয়ে
তারা নক্ষত্রের মাঝে,
শ্মশানের পাশে দেবদারু গাছের
ছায়ার ফাঁকে সে ডুবে যাবে,
এ পৃথিবী সূর্যের দখলে আসার আগে
অন্ধকার চাদরের ভাজে,
নিঃসঙ্গ জীবনের একাকীত্ব কাটাতে।