|| T3 নববর্ষ সম্ভারে || আবুল খায়ের নূর

মধুর আঘাত
উজান চরের সেই ছোট্র নজু মিয়া
এখন আশিতে পড়েছে পা,
শূন্যবাড়ি জনহীন, প্রিয়জনও গেছে ছাড়ি
তাইতো করিছে খাঁ খাঁ।
স্বপ্ন সিড়িতে আশার রাজ্যে গড়বে আসন
ফুটবে ভোরের রাঙা প্রভাত,
মধুর স্বপ্ন,ভেঙ্গে ভেঙ্গে প্রিয়জন গেলো চলি
হানিয়া মধুর আঘাত।
সেই বেদনায় মুষড়ে পড়ে, ডুকড়ে কাঁদে মন
সব থেকেও আজ সর্বহারা,
নিদান কালে জন্মদাতায় ভাসিয়ে সন্তান
সুখ খুঁজে হায় তারা!
ঝুল পড়েছে দেহত্বকে চোখে ঝাপসা আলো
নেই তো গায়ে বল,
ডুকরে উঠে কেঁদে ,রিক্ত এ প্রাণ হ্নদয় কুটির
চাপলো দুঃখের যাতাকল।
লাজ-লজ্জা মুছে ফেলে ক্ষুদ্র এ পেটের দায়ে
ভিক্ষা মাগে দ্বারে দ্বারে,
অপয়া এ জীবন সইবে কত আর দুঃখ-কষ্ট
আকুল মিনতি জানায় বিধাতারে।
হঠাৎ একদিন বস্তির কোনে পতিত নোংড়া গৃহে
দেখিলো তার নিথর মৃত দেহ,
অচেনা অজাতশত্রু মৃত দেহটি সৎকার প্রয়োজন
বলিলো বস্তির কেহ কেহ।
মিলিয়া সকল বস্তির দুখি জন দাফনের আয়োজন
করিলো তারা নিজ গুনে,
আতর-লোবান-ধূপে সকল দুঃখ-কষ্ট আজ নিশ্চুপ
চির শান্তির ঘুমে গোরস্থানে।