|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় অসীম কুমার রায়
by
·
Published
· Updated
ক্ষুধা
বিশিষ্ট তথ্য চিত্রকার বিজন সেন হাওড়া স্টেশনে সবেমাত্র কফিশপে কফি কাপে দু’চুমুক দিয়েছেন,এমন সময় দুটো হাফ প্যান্ট পড়া ছেলেমেয়ে তার কাছে হাত পেতে দাঁড়িয়ে পড়ল। অস্বস্তি ও বিরক্তি,কিছুটা ক্ষোভে ও, বিজন সেন কফিকাপটা ওদের দিয়ে দিলেন। ওরা মনের আনন্দে দু’ঢোক করে ঐ এঁটো খেয়ে নিয়ে আবার আরেকজনের কাছে হাত পেতে দাঁড়িয়ে পড়ল।
হায় কী অদৃষ্ট,কোথায় আছি আমরা, বিজন সেন ভাবলেন। অদৃষ্ট, ভাগ্য,ঈশ্বর, ভবিষ্যৎ–এসব অবশ্য ওদের মাথাতে আসে না। নিজেদের মা একজন আছে কিন্তু বাবার খবর জানে না।
ওরা জানে ক্ষুধা — যেভাবেই হোক আজকের দিনটাই যতটুকু পাওয়া যায়…। রেল পুলিশ দেখলে আবার মেরেধরে তাড়িয়ে দেবে।
বিজন সেন মনে মনে চিন্তা করলেন,ওদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবেন ইউটিউবে।