T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অসীম কুমার রায়

জন্মের ওপারে
পথ তো ছিল অনেক দূরের
পথের ওপাশে এক তৃষ্ণার নদী
এপারের মানুষটি যদি, ওপারের
সুখ কিনে নিতে চায়
কিনুক।
মদের টেবিলে গ্লাস
সেতো দু’একটা ভাঙ্গবেই ভাঙ্গবে
মাতাল না হলে কেউ বুঝতেই পারে না
জীবনের কোন মানে আছে কিনা!
জন্মের ওপারে ভোরবেলা
মৃত্যুর এপারে সন্ধ্যা
দুপুর না হলে কেউ ভাবতেই পারে না
আসলে শীতকালে, দাড়ি কাটা হয়ে গেলে
অ্যান্টিসেপটিক শীতের ক্রীম, একান্তই জরুরি কিনা?