ক্যাফে কাব্যে অধীর কুমার রায়

শ্রাবণের দিন
বর্ষা এলো বৃষ্টির পায়ে পায়ে,
খোলাই ছিল মনের জানালা।
ছিঁটে ফোঁটা জল ভেজালো উপকূল।
এমন ভেজা ভেজা কান্নার দিনে
আবেগের ঢেউ আছড়ে পড়ছে হৃদয় সৈকতে।
কথা তো ছিলই,বালুকাবেলায়
বালুতটে ঘুরে ঘুরে ঝিনুক কুড়াবো দুজনায় ।
এখন গন্ধ হারায় ঝরা বকুল,
রঙ হারায় সূর্য ডোবার বেলায় গোধূলি।
বেহায়া বাঁশি বাজে,
নীরব নিথর হৃদয় উপত্যকায় সকাল সন্ধ্যা।
সুর ওঠেনা আর নিঠুর গীটারে,
শুধু তাল কেটে সুর হারায় বৃষ্টির ছন্দ।