কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

ঝিনাই নদী
ঝিনাই নদীর বাঁকে দেখি
শান্তিনগর গাঁও,
সবুজে ঘেরা সর্পিল নদী
দেখতে যদি যাও।
নদীর জলে ডাহুক ডাকে
সারস ধরে মাছ,
খলবলিয়ে মাতাল করে
নানা রঙের হাঁস।
চাঁদনি রাতে বালুর চরে
শশী জ্যোৎস্না ছড়ায়,
রাখাল ছেলের বাঁশির সুর
ভেসে আসে পাড়ায়।
ওমর মাঝির খেয়া ঘাটে
ব্যস্ত পারাপার,
নৌকায় বসেই আহার সারে
সময় নেই যে,তার।
স্রোতম্বিনী উন্মাদিনী হায়!
ভেঙে ভরাট গাও,
বসত ভিটা ভেঙে আবার
ধূলো উড়ায় বাও।
জোয়ান নদী মরা এখন
তল ভরেছে পলি,
সারি সারি ঘর বাড়িতে
হলো কত গলি।