কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

সুবর্ণজয়ন্তী
( সাধুপুর জমশের আলী মুন্সি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তীতে সুবর্ণজয়ন্তী উদযাপন স্মরণে)
পঞ্চাশ বছর কাটলো আজও ব্রহ্মপুত্রের তীরে
মাথা উঁচু করে অটল দাঁড়িয়ে হে বিদ্যাপীঠ,
পঞ্চাশ বছর কাটলো,আজও এই পাড়াগাঁয়ে
বর্ণালো ছড়ালে সূর্যালোকে, দেখাওনি পীঠ ।
পঞ্চাশ বছর কাটলো,আজও তোমার আঙিনায়
লাল সবুজের স্বাধীন পতাকা পতপত উড়ে,
পঞ্চাশ পেরিয়ে আজও কিশোর-কিশোরীর কন্ঠে,
জাতীয় সংগীত ধ্বণিত হয় সমস্বরে প্রাঙ্গণ জুড়ে।
পঞ্চাশ বছর কাটলো আজও কাঁদে প্রাণ
শিশির ভেজা তৃণলতার সেই মুক্তারাশি,
পঞ্চাশ বছর কাটলো আজও ভুলিনি তোমায়
জীবনানন্দের মত তাইতো, বার বার ফিরে আসি।
পঞ্চাশ বছর কাটলো আজও টলেনি যশ-খ্যাতি
অজুত প্রাণে দিলে তুমি, দীপ্ত কোমল কান্তি,
এসো হে,নবীন প্রবীণ মৈত্রীর বরমাল্যে আজি
অনন্য হে,বিদ্যাপীঠ জানাই শুভ সুবর্ণজয়ন্তী।