কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খাযের নূর

বিষাদ
রাস্তায় কাঁদে পথকলি হায়!
পাখি কাঁদে ফাঁদে,
শখের নেশায় কেউবা ঘুরে
নীল গগনের চাঁদে,
চাষি কাঁদে চাষের খেতে
ফসলের নেই দাম,
আগুন জ্বলে বাজার জুড়ে
আকাশ ছোঁয়া দাম।
ঘরে বাইরে বিরাজ করে
দারিদ্র যম ক্ষুধা,
শান্তি-পাখি যায় যে চলে
জানে মহান খোদা।
দুর্বিষহ জীবন যার নামে
মুক্তি তাড়ে কর্মহীন,
রোগে ভোগে ঝরাজীর্ণতায়
সঙ্গী বিষাদ বীণ।