কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
বহমান জলের স্রোত সেতো চলেছে অনাদিকাল
বিরতিহীন তার গতি,আকাশ পাতাল বিন্দু সিন্ধুতে
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
বৈচিত্র্য জীব জগতের জন্ম মৃত্যুর দুর্বার খেলা
আসছে দল বেঁধে হেসে হেসে,ফিরছে কাঁদিয়ে
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
গতিশীল দুরন্ত পৃথিবী ছুটছে তার নিজস্ব বলয়ে
সে এক ভয়ঙ্কর স্রোতে, জাগতিক মহাশূণ্যে
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
সেই আদি থেকে আধুনিক নিত্য নতুন বিবর্তন
ভোঁতা কাটিয়ে প্রযুক্তির ঝঙ্কার,শেষ পরিনতি অজানা
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
মামুলি অনুমান নির্ভর সর্দি জ্বর ডিঙিয়ে,দাপায়
প্রাণঘাতী অজ্ঞেয় নির্মম দূরন্ত রোগের আর্বিভাব
কোনো কিছুই থেমে থাকেনি পৃথিবীর
খুন হত্যা ধর্ষণ মারণাস্ত্র,
আক্রসের নীল বিষ শ্রেষ্ঠত্বের লড়াই ধ্বংসলীলা ও নেতৃত্বের চরম নেশা
যোগ বিয়োগের সাম্যতার বিরোধ তারল্যের অভাব
জাগুক ঘুমন্ত বালক,ছড়াক উত্তাপ ভ্রমান্ড বিস্তারি।