কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

আর্তনাদ
আমরা শ্রমিক আমরা মজুর
পাইনি আজও অধিকার,
দাওনি আজও স্থায়ী কর্মবাস
যাযাবরেই যে পারাপার।
বিশ্ব আজ পুঁজিবাদে মাতাল
শ্রম গেছে ধ্বসে,
তাই, শ্রমিকের পায়ের মাটি
নিরবে গেছে খঁসে।
শ্রম নেই,মুজুরীর ঘর ফাঁকা
অন্ন কষ্ট অর্হনিশ,
দ্বারে দ্বারে ঘোরাফেরা যত
বিফলে শত কুর্নিশ।
অর্থ যত,যায় সে রর্থে চড়ে
ধনকুবের ধনাগারে,
জনদুর্ভোগ গেলো ছেঁয়ে
নিঃস্ব যে হিমাগারে।
দেনার দায়ে অচল মশাল
ভিন পথে সে হাটে,
লাজ সরমের মাথা কেটে
বিষন্নতা সে ছাঁটে।
প্রযুক্তি এসে শ্রম ধরেছে
কর্ম গিলেছে তার,
পুঁজিবাদের পুঁজি বাড়লো
দিনমজুরের হার।
তাকাও সবে,দেখো তারে
শ্রমিক বাঁচাও ওরে!
ও যেন তায়,পায় যে শ্রম
অন্ন জুটে ঘরে।