T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় আবুল খায়ের নূর

দুঃখের স্বরূপ
দুঃখ যখন ঘাড়ে চাপে
আপনজন তো দূরে থাক,স্বপ্নরাও পালায়
আশা হয় নিরুদ্দেশ,হাওয়া হয় বদল
সুখের দিনগুলোতে কবে, সেই ছিলো-
বাগানবাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট,
পুকুর ভরা মাছ,পালের সব্জি, আরও ছিলো গোয়ালভরা গরু,গোলা ভরা ধান,আরও কত কি!
দুঃখ কি বুঝিনি;স্বজনের অভাব! সে তো ছিলোনা কোনো দিন আনাগোনা লেগেই থাকতো, দুধেভাতে
কোন্ যে কপাল দোষে
সংসার গেলো ধ্বসে,রস কস সবি নিলো চুষে
দাঁড়িয়ে শুধু কঙ্কাল,গায়ের চামড়াও গেছে খসে
চোখে অশ্রুপাত,রুক্ষ্ণ চুল,ঝলসে গেছে খড়ের চালএকে একে স্বজনেরাও সরে গেলো দূরে
অনেক দূরে; আর দেখা মিলেনা
একাকিত্বের নিষ্ঠুর ছাঁয়ায় আজ একাকী বন্দি
সরল দপদপে সেই দিনগুলি আজি, শুধুই স্মৃতি
সুপ্রসন্ন ভাগ্য চাকায়, সুখের গন্ধ আছে বলেই
পিপিলীকা,মৌ ও মোয়ালের প্রফুল্ল উচ্ছ্বাস
দুঃখের আগুনে দহন আছে বলেই,
ঝলসানোর ভয়ে, ভুলে যায় বন্ধন,
সরে যায় দূরে, অনেক দূরে……….