কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

উদ্ভাস
শব্দ তরঙ্গের দুরন্ত উদ্ভাস দেখি-
নগরের সৌখিন আলোর প্রান্তরে,
সে ঢেউ জাগেনি আজও নিগুঢ়
পল্লির বনবীথি’র সবুজ দিপান্তরে।
ধ্রুব তারার ক্ষীণ আলো আসেনি ভেধি
পল্লির অরণ্য বীথির তৃষ্ণার্ত বুকে,
মরুর ক্যাকটাসের সাথে দিবা রাত
সময় হয় গত ,তারই গন্ধ শুকে শুকে।
শ্রাবণ মেঘে হেসে হেসে কখনো যদি
বর্ষে ;হর্ষে অরণ্য বেদির নিগুঢ় কোনে,
দুর্বার আহবান,বর্ণমালার ঐ মজলিসে
চোখ কান পেতে রাখি,যদি কেহ শোনে।
শব্দের খেলায়,নয় অবহেলায় মেতে উঠি
জগৎ জুড়ে মানবের তরে উদ্ভাস করি,
শব্দের খেলায় আলোর পথে হেঁটেছে যারা
এসো তবে সমস্বরে তাদের পথ ধরি।