কবিতায় পদ্মা-যমুনা তে আবুল খায়ের নূর

শখের পুতুল
মন যে কাঁদে তোমার টানে
তবুও তুমি দূরে ঠেলো!
ঘাতপ্রতিঘাত সয়েও শত
নিবিড় মায়া ঠুনকো হলো।
জীবন যৌবন অর্থকরি
বিরান হলো মরুর বুকে,
রূপের নেশায় মাতলে তুমি
সুখের গন্ধ শুকেশুকে।
দংশন করলে গভীর বিশ্বাস
আরও করলে অবুঝ মন,
ভাঙলে ছায়া,ভাঙলে মায়া
ষোল কলায় ধরলে ধন।
মন যে তোমার শখের পুতুল
ইচ্ছে যত নাচাও তুমি,
সুযুক্তি হায়! দললে পায়ে
বিরান হলো মনের ভূমি।
নিঃস্ব করে ভাঙলে আকাশ
অনুতাপে পড়লো চাপা,
দহন তাপে দূর নীলিমায়
ভূকম্পে আজ নিত্য কাঁপা।